পাতা:কবিতাপুস্তক.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যরচনা । যে স্থির অরণ্য নদী, যেন বা স্বজনবিধি, কোন জীব কোন কীট, তথা নাহি নড়েছে । প্রথমে যে ছিল যথা, এখনও রয়েছে তথা, মৃত্যুর ভীষণ ছায়া, সৰ্ব্বস্থানে পড়েছে। ভয়েতে গগন পানে, চাহিলে ভুলিয়ু প্রাণে, বিমল সুনীলাকাশে, শশী হেসে যেতেছে । ভাবিলাম প্রকৃতির, সকলি গভীর স্থির, শুধু এ হৃদয় কেন, এত দুঃখ পেতেছে ! মরি যদি পারিতাম, গোলে জল হইতমি, এ স্থির সলিলে মিশে, হৃদয় ঘুমাইত । তথ। রিপু চিস্তাহীন, রহিতাম চিরদিন, ললি তার দুঃখ তবে, কিসে স্বদে তাইত ॥ (t ‘ ভাবি এ প্রকার, ছাড়িতে হুঙ্কার, কপিল কানন স্তব্ধ । শিহরি অন্তরে, কি জানি কি. ডরে, কাপে হৃদি শুনি শব্দ । হুতাশ নাশিতে, সঙ্কেত বঁাশীতে, গ{য়লাম দুখ যত । বাজাইরা তায়, মরি লে! তোমায়, সঙ্কেত করেছি কত । একবার যাই, মুরগী বাজাই, অ:পনি নয়ন ঝোরে । సి