পাতা:কবিতা ও গান.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
কবিতা ও গান।

আনন্দে আপন ভুলে   সহস্র তরঙ্গ তুলে
নিরুদ্দেশ হয়ে চলে যায়।
একাকিনী কুলে কুলে মেয়ে দুটি এলোচুলে
আনমনে কোন গান গায়!
দাঁড় বহা রেখে ফেলে   চমকি যুবক জেলে
মুগ্ধ আঁখি একদিঠে চায়!
বনান্তে বিরহী পাখী   কুহু কুহু উঠে ডাকি,
স্তব্ধ নিশা সঙ্গীত আকুল;
কাঁটার বেদনা ভুলে  সুখের নিশ্বাস তুলে
অভাগিনী বাবলার ফুল।
সুবাস মাখান গান  পরশি পরশি প্রাণ
কোথায় ভাসিয়ে নিয়ে যায়;
কোন অনন্তের তীরে  হারাধন খুঁজি ফিরে
কে জানে কেনরে নাহি পায়!
কেমনে পাবে রে ফের,এ পার যে অনন্তের,
অন্য পারে সে রতন ভায়!
আলোটুকু দুরে দুরে নয়নের পথে ঘুরে
ধরিতে স্বপন ভেঙ্গে যায়।
এমনি সে মধু যামি, ছিনু দোঁহে,একা আমি;
একা তুমি দশদিশি গায়;
তাই এ জোছন রাতে  মধুর বসন্ত বাতে
নয়ন আপনি ভেসে যায়।