পাতা:কবিতা ও গান.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
কবিতা ও গান।

সুখের অবসাদ।

রূপের মদিরা পিয়ে
নিশীথ বিহ্বল কায়,
কত সাধ ওঠে মনে
কত স্বপ্ন উথলায়!

নদী গাহে কূলে কূলে,
নিভৃতে কুহরে পিক,
কুঞ্জে কুঞ্জে ফোটা কলি,
সৌরভে আকুল দিক।

পূরবে উঠেছে চাঁদ,
মধুর জোছনা ফোটে,
ওপারে দিগন্ত মেঘে
বিজলি চমকি ছোটে।

থেকে থেকে দু এ-খানি
জলদ ঈষৎ কালো,

ঢেকে ঢেকে মেখে যায়
চাঁদের হাসির আলো।

কোথা কোন দুর হতে
আৰ্দ্র বায়ু গায় লাগে,
বসন্তের মাঝখানে
সহসা বরষা জাগে।

প্রেমের স্বপন সাধে
যেন জাগে অভিমান,
মধুর মিলন মাঝে
এ যেন বিরহ গান।

অকুল আকুল সুখে
কি যেন কি অবসাদ,
চাঁদের এ হাসি মাঝে
ডুবিয়া মরিও সাধ!