পাতা:কবিতা ও গান.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
কবিতা ও গান।

ভাই বোন।

পরিপূর্ণ জোছনায় মগ্ন দশদিশি!
সুখেতে মরম হারা অতি স্তব্ধ নিশি।

রজনীর কাণে কাণে কি কথা কহে কে জানে
বারে বারে ধীরে আসি মলয় বাতাস;
নিশায় আলোক কায় ফেলিয়া মলিন ছায়,
কাঁপি কাঁপি ছাড়ে তরু আকুল নিশ্বাস।

তটিনী-কোমল বুকে সে দুঃখে জাগায় ব্যথা,
মৃদু মৃদু কল্লোলি সে কহে সান্ত্বনার কথা।

তরীখানি এ সময়ে ধীরে ধীরে যায় বয়ে,
কে মরি,সোণার ছেলে তোরা ভাই বোনে?
জোছনার হাসিরাশি মুখেতে পড়েছে আসি,
কচি মুখে চুমি খায় প্রাণের যতনে।