পাতা:কবিতা ও গান.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।৯৯

অধরে জোছনা ভাসে, বোন দুটি চায় হেসে,
চুলগুলি আশে পাশে করে দুল দুল—
কচি মুখে হাসে আধো,গান গায় বাধো বাধো,
আর কিছু নয় তারা বসন্তের ফুল।

এক হাতে বায় তরী,আর হাতে গলা ধরি
চুমি দেয় ধীরে ধীরে ভাইটি চপল;
কেন রে এমন প্রাণ! ওগানে মিলাতে তান
বেসুরো নীরস কণ্ঠ চাহে অবিরল!

শুষ্ক এ তরুর শাখে একটি না পাখী ডাকে,
একটি নবীন পাতা নাহি এর পরে;
শৈশবের খেলাধূলা,যৌবনের হাসি আশা,
একটি নাহিক হেথা,পড়িয়াছে ঝরে!

এবে বসন্তের বায় কেনরে এ শুষ্ক কায়
সহসা শিহরি উঠে অঙ্কুরিতে চায়?
একটি নবীন পাতা হয়ত বা অঙ্কুরিবে
আবার শুকাবে,সব ফুরাইবে হায়!