পাতা:কবিতা ও গান.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কবিতা ও গান॥



প্রভাত সংগীত।



প্রভাত।

অরুণ মুকুট শিরে,  আনন্দের কোলাহলে
অধরে উষার হাসি,  চারিদিক নিমগন,
পদতলে প্রস্ফুটিত  পাখী গায় আগমনী
শত শত ফুল-রাশি।  হাসে বন উপবন।

শুভ্র পরিমল বায়ে  কম্পিত সরসী-হিয়া
উথলিত তনুখানি,  মৃদু ঝুরু ঝুরু বায়,
ধরায় চরণ দান কমল কোমল আঁখি
করেন প্রভাত রাণী। সুধীরে খুলিয়া চায়!