পাতা:কবিতা ও গান.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১০১

নিয়ে যাবি সাথে করে? হেরি দিন-রাত ধরে
সরল হিরণ-কান্তি জোছনার হাসি,
তোমরা করিবে খেলা, খেলেনা হইব আমি,
তুলিয়া আনিয়া দিব ফুল রাশি রাশি।

শ্রান্ত হয়ে ঘুম এলে বিছানা পাতিব কোলে,
ভাই বোনে ঘুমাইবি কোলেতে আমার;
ঘুমন্ত সুখের হাসি অধরে বেড়াবে ভাসি,
পুলকে দেখিব বসি অবিশ্রান্ত অনিবার।

অস্তে যাবে চন্দ্র তারা উদিবেক রবি পুন,
আবার পশিবে দিন রজনীর প্রাণে;
কালেরে ডুবায়ে দিব কালের মহান কোলে
অনন্ত চাহিয়া রবে অবাক নয়ানে।

কে তোরা সোণার ছেলে দেখি দেখি আয়,
একবার কোলে করি,কুলে নিয়ে আয় তরী,
কচিমুখে চুমি খাব আয় আয় আয়।