পাতা:কবিতা ও গান.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কেন এ সংশয়?

সারা দিন কেন এ সংশয়?
সত্য যাহা রবে তাই,
মিথ্যার নাহি ত’ঠাঁই,
মঙ্গল রহিবে শুধু,অমঙ্গল নয়।
তবে কেন সদা মোর
প্রাণে এ ভয়ের ঘোর?
এই বুঝি মুখানির নিভে যায় হাসি?
উজল নয়নে বুঝি বহে অশ্রুরাশি?
বৃথা বৃথা সারাদিন বৃথা আকুলতা!
অনৃতের শূন্য মূলে জড়িত এ ব্যথা।
দুঃখ বিষ কেবা কহে? সে সুধা,গরল নহে,
অনল সে দহে সোণা আনে পবিত্রতা;
আঁধার লইয়া আসে প্রভাত বারতা।
আসে যদি দুঃখ শোক আসুক তাহাই হোক,
না হয় ও হাসি-মুখ হবে অশ্রুময়;
চপল হাসির পাকে বা কিছু পঙ্কিল থাকে
বিমল অশ্রুতে ধুয়ে হয়ে যাবে ক্ষয়।
সুন্দর যা রবে তাই,মন্দের নাহিত ঠাঁই,
মঙ্গল রহে গো শুধু অমঙ্গল নয়।
বৃথা তবে সারাদিন বৃথা এ সংশয়।