পাতা:কবিতা ও গান.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৪
কবিতা ও গান।

অশ্রু-জল।

কেন,অশ্রু-জল,
স্বরগ সৌন্দর্য্য তোর মুখে
হৃদয়েতে দারুণ গরল?
পাছে মৃদু নিশ্বাসের বায়ে,
পাছে কোন উপহাস ঘারে
অশ্রু তোর বহে, অশ্রু-জল,
ভয়ে ভয়ে অতি সন্তৰ্পণে
হৃদে রাখি লুকায়ে যতনে,
তারি কি রে দিস প্রতিফল?
কেন, অশ্রু-জল,
ফুল হতে হয়ে সুকোমল,
ধরিস বজ্রের হিয়া বল?
কত যেরে ভালবেসে তোরে,
কত যে প্রাণের মত করে,
হৃদয়ের রক্ত পিয়াইয়া,
সোহাগে রাখিতে চাহি সদা,
হৃদিমাকে ঘুম পাড়াইয়া।
কেবলি শোণিত পান করে

সাধ কেন মেটে না রে তোর,
দেখিবারে হৃদয় শোণিত
কেন এত আমোদেতে ভোর?
হৃদি-রক্তে সবল হইয়া,
মনোসাধে হৃদি দঙশিয়া,
রক্ত-নদী বহাইয়া বুকে,
দেখিস বড়ই মনোসুখে!
কুটিল অমন কেন সে রে,
মুখ যার এমন বিমল?
জুড়াইতে হৃদয় বেদনা,
জুড়াইতে হৃদয় যাতনা,
হৃদয়ের সখা মনে করি
হৃদে তোরে যত চেপে ধরি,
ততই যে ছিঁড়িয়া খুঁড়িয়া
ফেলিস রে মরমের তল!
কেন,অশ্রু-জল,
সুকোমল দেহখানি লয়ে
দারুণ নিঠুর হেন বল?