পাতা:কবিতা ও গান.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১০৫

নহে তিরস্কার।

এ অশ্রু তোমার প্রতি নহে তিরস্কার,
ভুল ভাল বেসেছিলে,কি দোষ তোমার?
এখন ভেঙ্গেছে মোহ,ফুরায়ে গিয়েছে স্নেহ,
তোমার কি হাত তাহে,কপাল আমার!
কে কারে কাঁদাতে পারে এ নিখিল ভবে?
আপনার কর্ম্ম ফলে কেঁদে মরি সবে!
নিজ দোষে কাঁদি আমি,তুমি কি করিবে, স্বামি?
ভয় নাই,এ অশ্রু না চির দিন রবে!

আমি কাঁদি রাগ করে আপনার প্রতি,
ভুলিতে পারিনে বলে পুরাতন স্মৃতি।
মঙ্গল আগার ধরা,নবীন সৌন্দর্য্য ভরা,
তার মাঝে কেন জাগে শবের মূরতি?
আমি কাঁদি দু-জনের কেন হোল দেখা,
তাই ত এ ভুল তুমি করিয়াছ,সখা!
বিশ্বাস কর হে,নাথ,তাই এই অশ্রুপাত,
ভুলিয়াছ বলে নহে তিরস্কার বাঁকা!