পাতা:কবিতা ও গান.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৮
কবিতা ও গান।

পাইয়াছ সত্য, খুলে গেছে আঁখি অন্ধ,
এখন ওটুকু পুন অপ্রেমের ধন্ধ।
যখন সহেনা প্রাণে যাতনা বিষম,
মনেই একবার ভাঙ্গুক ও ভ্রম!
কাজ নাই কাজ নাই!কেমনে সহিবে?
যে দিন বুঝিবে সত্য নয়ন খুলিবে—
বড় তীব্র বাজিবে সে অনুতাপ ব্যথা,
বুঝে কাজ নাই তবে যা সত্য কথা।
মধুর মিথ্যার মাঝে থাক চিরদিন,
হউক কঠোর সত্য আমাতে বিলীন।
মিথ্যা নহে সব সত্য, বল বার বার;
প্রাণের সংশয় ধাঁধা ঘুচুক আমার!