পাতা:কবিতা ও গান.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১২
কবিতা ও গান।

অসম সাহসে তব করিতেছ হেয়,
কৃষ্ণ হয়ে বড় তুমি সে মহা শক্তিতে’।
কেহ কহে ভ্রকুটিয়া ইহার উত্তরে—
“এ নহে সাহস, শুধু বৃথা গর্ব্বভরা
অজ্ঞান আস্পৰ্দ্ধা; অল্প বুদ্ধি তরী হায়!
জানি ত সে যদি তার নিজ ক্ষমতায়
সাধ্য নাই এক পদ আগু পিছু হতে;
তা হলে টুটিত এই বড়ত্বের ভাগ!
এখনো যে দেহ লয়ে রহেছে দাঁড়ায়ে,
এখনো যে উঠে পড়ে সংগ্রাম-নিরত,
সে শুধু সিন্ধুর দয়া, নিজ বলে নহে;
শার্দ্দুল খেলায় যথা শীকারে তাহার,
সিন্ধুর এ খেলা তথা আর কিছু নয়।
যখনি খেলার সাধ হবে অবসান
গভীর অতলে নিজ করিবে মগন,
প্রাণপণ শক্তি ওর বিফল করিয়া;
ক্ষুদ্রের এ বৃথা গর্ব্ব—জল বুদবুদ!’


তীরেতে বসিয়া আমি পান্থ একজন,
নয়নে জাগিছে মোর ঐ মহা খেলা,
কাণে আসি পশিতেছে যত তর্ক কথা,
প্রাণে সব বাজিতেছে সমস্যার মত।
কেবা ছোট কেবা বড় এ দোঁহার মাঝে,
কিছু না বুঝিতে পারি ভাবিয়া ভাবিয়া;