পাতা:কবিতা ও গান.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১১৩

বৃথা তর্ক জালে শুধু হইয়া জড়িত
আপনার চিন্তা মাঝে হারাই আপনা।
পূরাতে সমস্যা অন্য প্রত্যক্ষ উপায়ে
আরম্ভিনু গণিবারে—প্রত্যেক মুহূর্ত্তে
কতগুলি বীচিমালা বিফল করিয়া
দেখাইছে তরীখানি বিক্রম আপন।
সহসা চমকি উঠি গণনার মাঝে
দেখিনু,গণিনু যাহা এতক্ষণ ধরে
সকলি গিয়াছি ভুলে,মিথ্যা পরিশ্রম!
মনোমাঝে একই শুধু চিন্তার লহরী
উথলে অজ্ঞাত ভাবে,অবিরাম বেগে—
‘কে ছোট কে বড় এই জীবন সংগ্রামে,
বিশাল নিয়তিসিন্ধু অথবা সুক্ষুদ্র
দোদুল এ ধৈর্য্যবিন্দু মানব-তরণী?’
কে দিল উত্তর যেন—‘যে দেখে যেমনে!
উচ্চৈঃশ্রবা লয়ে যথা ঘটিল বিবাদ;
দ্বৈতাদ্বৈতবাদী যথা আরোপি ঈশ্বরে
সগুণ নির্গুণ গুণ,দ্বন্দ্ব করি মরে!’