পাতা:কবিতা ও গান.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অতৃপ্তি।
নাট্য কাব্য।
প্রথম সর্গ।
ঘুমঘোর।


(উদ্যানে অদূরে ললিত ও বনবালাকে দেখিয়া আপন মনে ভ্রমিতে ভ্রমিতে)


সখী।
সুগভীর দ্বিপ্রহর নিশা,
ঘুমে ঘোর স্তন্ধ দশদিশা;
ঘুমন্ত কানন প্রাণে প্রাণে
ঢালে চাঁদ জোছনার হাসি,
ঘুমে ঘুমে আধো ফুটো আঁখে
স্বপন দেখিছে ফুলরাশি।
সখির যে ঘুম নাই তবু–
এ দেখি বিষম বড় জ্বালা!
এখনো কাননে পতি সনে



করিছে সে কুসুমের খেলা!
ঘুম ঘোরে শ্রান্ত ফুলগুলি
তবুও সে দিবে না ঘুমাতে,
গাঁথিয়ে মালিকা সে ফুলের
পরাইছে স্বামীর গলাতে।
সারা দিন গেয়ে গেয়ে গান
অবসন্ন বীণার পরাণ,
নয়নে লেগেছে ঘুম ঘোর,
স্বপনে থাকিতে চাহে ভোর।