পাতা:কবিতা ও গান.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১২৩

নিঙরি মরম শিরা বাহিরে যে কথা,
সে দুখ শুনিলে,সখি,হাসি তার পায়;
নীরবে নয়ন জল নয়নে শুকায়।
একবার যদি বলে ভালবাসে মোরে
মুছায় এ অশ্রুজল করুণ আদরে,—
সমস্ত যাতনাজ্বালা তাহলে যে ভুলি,বালা!
নীরব উদাস ভাবে রহে সে কি করে?
কেন সে বুঝে না,সখি,হৃদয়-বেদন?
নহে ত নিঠুর,সখি,কোমল সে মন!
একটি কহিলে কথা ঘোচে যদি মনো ব্যথা
একটি কবেনা তবু সান্ত্বনা-বচন!

সখী।
জানি না কেমন তবে তাহার প্রণয়,
এমন নাহিক অন্ধ প্রেমের হৃদয়।
এক রতি থাকে হৃদে যদি অভিমান,
সে চরণে তার অশ্রু করিসনে দান।

বনবালা।
কি বলিস,সখি,হা রে,এমন না হতে পারে?
প্রণয়ী এমন অন্ধ নাহি কোনো জন?
প্রেমের নহে সে হিয়া প্রেমের নয়ন দিয়া