পাতা:কবিতা ও গান.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
কবিতা ও গান।

দেখিতে যে নাহি পায় প্রেমিকের মন?
তাই,সখি,বুঝে না সে হৃদয় আমার?
সত্যই ফুরায়ে গেছে ভালবাসা তার?
সারাদিন অবিরত প্রেমের কাহিনী যত
না কয়ে একটি কথা কহিত যাহার প্রাণ;
প্রাণভরা প্রেম সেই দু-দিনে কিছুই নেই,
দু-দিনে কি একেবারে সব অবসান?
তা নহে,তা নহে,সখি! নারীর মতন
নহে বুঝি পুরুষের মনের গঠন,—
কেবলি প্রণয় দিয়া গঠিত নহে সে হিয়া,
প্রাণের পরাণ বুঝি নহে ভালবাসা;
শুধু ঐ এক গান জুড়াতে পারে না প্রাণ,
শুধু নাহি এক সাধ,এক ঐ আশা!
অথবা সংসার জ্বালা হৃদে পশিয়াছে,বালা!
কিম্বা কোন উচ্চতর অভিনব আশা—
পরিতৃপ্ত করিবার হয়েছে পিয়াসা?
হৃদয় তাহারি দিকে সদা ধাবমান,
সহসা প্রণয় তাই হইয়াছে স্নান;
তাইতে বুঝে না,বুঝি হৃদয় আমার!
দু-দিনে শুকায় কভু নবীন প্রণয় তার?
এখনো হয় ত,সখি,ভালবাসে মোরে,
তবুও কেন গো জ্বলি সন্দেহের ঘোরে?