পাতা:কবিতা ও গান.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। আমি কি চাহি। معتد-متناهندگی سیس-سی আমি কি চাহি ? তাহারা এ সুখ সে আমার, আমি তার, বুঝিবে কেমনে ! আমার কি নাহি! জগতেসবাই আনন্দ সাগর, দুঃখের প্রবাসী, তার, খেলে পদতলে ; আমি শুধু সুখে কোটি চন্দ্র তারা দিবানিশি ভাসি ; শিরোপরি জ্বলে; কালাকাল হেথা নাহি ; বিশ্ব ভুবনের রূপরত্ব মণি, আমি কি চাহি! তাহাতে বিরাজে, সে আমার আমি তার, সে মোর তরণী, আমার কি নাহি ! আমি তাহারে বাহি, অামার মতন আর কি চাহি ! ধনী কেন্তু নাই, সে আমার আমি তার, অনন্ত উল্লাস আমার কি নাহি! বাধা মোর ঠাই ; দূরে থেকে দেখে রূপের তরণী ভাবে লোকে সবে, প্রেমেতে চালাই, দীন হীন নেয়ে আনন্দ সঙ্গীয় গাহি ! আমি এই ভবে। আর কি চাহি । তরী বাহি আর আমি তার সে আমার, হাসি মনে মনে, আমার কি নাহি! ബങ്ങബങ്ങബ=,