পাতা:কবিতা ও গান.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩২
কবিতা ও গান।

চতুর্থ সর্গ।
নৈরাশ্য।
সখী ও বনবালা।

    বনবালা।

বুঝাস নে আর,সখি,
বুঝাস নে মোরে আর,
দে লো,সখি,ছেড়ে দে লো অভাগীর আশা!
কেন এ অবোধ দুখে
ঢালিবি অশ্রুর ধার,
ঢালিস নে এ অযোগ্যে স্নেহ ভালবাসা!
এখনো সে ছবি যদি
মিলালো না হৃদি হতে,
এখনো ছিঁড়িতে স্মৃতি নারিলাম যদি,
এখনো এ আঁখি যদি
বরষিবে অশ্রুজল,
এখনো কাঁদিবে যদি দুরবল হৃদি,—
হোক, সখি, যা হবার,
রাখিস, নে আশা আর,
কাঁদিস নে দুখে মোর,হাসিবি ত হাস!