পাতা:কবিতা ও গান.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১৩৩

এ দুখে মমতা-ধার
নহে মোর অধিকার,
সখি রে,তাহাই ভাল—তীব্র উপহাস!
দে লো,সখি,ছেড়ে দে লো অভাগীর আশ!
এখনো বুঝাবি তবু?
দিবিনে দিবিনে ছেড়ে,
একাকী ভাসিতে স্রোতে নিয়ে অশ্রুজল?
এখনো আশ্বাসভরে
শুধাবি আমায় তবু,
কতদূর যত্ন মোর হয়েছে সফল?
তবে এই শোন,সখি—
শোন,বালা,শোন তবে,
পারিনি ভুলিতে তারে,পারিব না আর!
প্রত্যেক কথাটি তার
জ্বলন্ত আখরে লেখা,
রয়েছে হৃদয়ে যেন আঁকা আজিকায়!
সেই যবে একদিঠে
মুখপানে চাহি চাহি
চুলগুলি করিত সে হাতে মাখামাখি;
কত কি ভাবের ছায়া
বহিয়া যেত সে মুখে
গণিতে গণিতে মুগ্ধ প্রেমভরে আঁখি।