পাতা:কবিতা ও গান.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
কবিতা ও গান।

কোমল পরাণ দলি   যে নির গেছে চলি
আকুল তারি কি পেতে পদ-পরশন?
তুমি তারে যত মাগো   কই সেত আসে নাকো,
সে বুঝি করে গো তত দুরে পলায়ন?
যতই সে দুরে যায়   প্রাণ বুঝি তারে চায়,
আরো বুঝি বাঁধে যত করে সে বারণ?
কে তুমি,নলিনী-রাণি,   আধো ফোটা মুখখানি?
ওরূপ মাঝারে হোক অবসিত প্রাণ!
তব বাসে তব হাসে,  কার কথা মনে ভাসে,
কে তুমি তুলেছ প্রাণে সুললিত তান?
আর যাইব না দূরে,  এসেছি বুঝি সে পুরে,
মানস-দেবীর মোর স্বপন কানন?
তাহারি সৌন্দর্য্য-ছটা   প্রকাশে আপন ঘটা,
তাহারি নেহারি হেথা আঁখির কিরণ?

সন্ধ্যাকাল।
ললিত।

হৃদয় ত পূরিল না, ফুলটি এ গেল ঝরে!
সৌন্দর্য্যের হাসিটুকু না চাহিতে গেল মরে!
অনন্ত সৌন্দর্য্য তার,
সে নহে ত শুধাবার,
কাহারে এ ধরিয়াছি কারে ধরিবার তরে?
এ নহে ত সৌন্দর্য্যের মূর্ত্তিমতী সেই বালা,
কেমনে মিটিবে তবে অনন্ত পিপাসা-জ্বালা!