পাতা:কবিতা ও গান.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১৪১

ষষ্ঠ সর্গ।
অবসান।
সিন্ধুতীরে বনবালা।

বনবালা।
দেবতা গো,দেবতা আমার!
পূজিতে যে চরণ তোমার;
অমূল্য এ হৃদয় রতন
দিয়াছিনু,প্রভু,উপহার!
তবে কেন কোন বল,সখা,
ক্রোধের ভ্রুকুটি হেন হানি,
ঘৃণাময় উপেক্ষার ভরে
দূরে তাহে ফেলি দিলে টানি?
ক্ষুদ্র এই বালিকা-হৃদয়
ও পদের যোগ্য কি গো নয়?
হলেই বা ক্ষুদ্র অণুসম,
ইহা যে গো একটি হৃদয়!
এই ক্ষুদ্র অনুতম হৃদে
অনন্তের প্রেম,সখা,বাজে;
সমস্ত জগৎময় খুঁজি


আর কোথা পাবে না যা তুমি—
পূর্ণ তা এ ক্ষুদ্র হৃদি মাঝে!
এ হৃদয়ে অনন্তের আলো
দেখ দেখ হইছে প্রকাশ;—
এ হৃদয়ে স্বরগের প্রেম
দেখ,সখা,হয়েছে বিকাশ!
তা না হলে তব পদে,প্রভু,
কেমনে দিব এ উপহার?
তুমি যে গো স্বরগ দেবতা,
আমি ক্ষুদ্র বালিকা ধরার!
নাই যদি বুঝিলে তা তুমি,
অযোগ্য হইল যদি মনে,—
তবু কি সামান্য উপহার
গ্রহণ করে না দেবগণে?
আমি ত চাহিনে কোন বর,—