পাতা:কবিতা ও গান.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

领影岐 কবিতা ও গান। wo চাহিনে ত কোন প্রতিদান, বরষার বারিধির মত, একটুকু একটুকু শুধু নিৰ্ব্বরের অঙ্কিরের পারা, । পেতে চাই ও চরণে স্থান ! এ হৃদয়ে আছিল লুকনি । কিছু আর চাহিনে যে, স্বামি, মরমের যত অশ্রধারা; . শুধু ও চরণতলে আমি একে একে শূন্ত করি তাহ পড়ে রব রেণুর সমান, সকলি ত ঢালিলাম পায় ; ক্ষুদ্র এক রেণুর সমান – অশ্রুজলে বহিল যে নদী, তাও, প্রভু, নাহি দিলে স্থান! করুণ হোল না তবু তায় ! আজীবন অঞ্জীবন ভোর মর্তের হিংস্র বন্ত পশু, পড়ে রব ও চরণ তলে,— বোধশূন্ত, হৃদয় পাষাণ,তুমি, দেব, তার পর দিয়া মৰ্ম্মভেদী সে জুখের জলে দলিয়া দলিয়া যাবে চলে! তাদেরো যে ভিজিত্ব পরাণ ! এই এক বড় উচ্চ আশা, স্বর্গের দেবতা তুমি হয়ে এই মোর মহান সন্মান,— *একরার দেখিলে না চেয়ে, ও পদের পরশ-ক্সাঘাত ঘূণায় রহিলে মুখ ফিরে,— অসীম অনন্ত পুণ্য জ্ঞান! কাদিল যতেক নরনারী, তাও, সখা, দিলে না থাকিতে, পাষাণ গলিল সেই নীরে ; তাও, সখা, নারিলে সহিতে, আকাশের দিকবধু যত তাতেও কি হোল অপমান ? “করুণা” রাখি সে নীনাম— বিষময় কটকের মত • অশ্রতে ঢাবির জঙ্গল । ঘৃণাভরে ফেলিলে ছড়িয়া! , তুলি নিল তাই স্বৰ্গধাম। হৃদি প্রাণ গেল হারাইয়া, দেখিলে না তুমি একবার, চূৰ্ণ চুর্ণ অস্থি শুধু নিয়া । দেখিলে না বারেক চাহিয়া, কত রেপন্থি আসিয়া দিলে তার দিলে ছুড়ে ফেলে । 1. • *