পাতা:কবিতা ও গান.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఃు ><》 কবিতা ও গ্রাম । কেন গো ছুইতে ফুলটিরে মাথাটি করিলে অবনত— না হয় যে ক্ষুদ্র কৃণফুল কেঁদে কেঁদে বনেই শুকতি । কতই না সোহাগে যতনে রাখিলে গো হৃদয়ের পরে,— কতই ন শপথ করিয়ে বলিলে যে বীর বার ক’রে— রাখিবে হৃদয় মাঝে তব এমনিই চিরকাল তল্পে ! তাই জাজ, নিঠুরন্থদয় ! একটিও দিম মা যাইর্তে, পদতলে জলিঙ করিয়া দেখিতেছ হাসিতে হালিতেকেমলে সে ছোট ফুলটির প্রতি শিয়া উপশিরা দিয়া,— উছলিছে শোণিত লহরী তোমার চরণ রাঙ্গাইয়া ! কেন, বায়ু, কিসের লাগিয়ে এমন করিলি দশা তার, কে তোরে সাধিয়াছিল তাঁয়ে ৰতনে করিতে হৃদি হার } ভাবিলি কি ভুই, প্রভঞ্জন! এক দিন—যবে এক দিন-- 怒 প্রক্তি দল জাপনি ঋরিবে, প্রতি রেণু খসিয়া পড়িবে, সৌন্দর্ঘ্যের হাসিটি তাহার অবগুই হইবে বিলীন – । অনিত্য এ সংসারের মাঝে স্বামী নহে কিছুই যখন, এক দিন যদি ফুলটির অবশুই আছয়ে মরণ – তবে কেন আগে হতে তার নাশ করি ক্ষুদ্র পরমায়ু, মারিবার স্থখটুকু জুই ভোগ না করিং বি, বায়ু ! অভাগিনী নিতান্ত অবোধ, সবে ফোটা হৃদয় তাহার,— ভেবেছিল প্রণয় বলিয়া চপল সে থেয়ালে তোমার ! কিবা পূর্ণ বিশ্বাসের ভরে হৃদয় সে সঁপেছিল তোরে । দিলি যদি প্রতিদান এই— কিছু তাহে খ তার নেই। ভালবেসে এক দিন ভূমি মৃতপ্রায় যে পরাণে তার—, জীবন করিয়াছিলে দান, তুমিই ভ হৰিলে আবার