পাতা:কবিতা ও গান.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#y শ্রাস্ত দেহ ভয়ে কম্পমান, আকুল ব্যাকুল হৃদি প্রাণ, ' একটু একটু বল নাই, প্রতি পদে পড়ে পড়ে যাই, তবুও চলিতে আরো হবে ; এই পথ কখন ফুরোবে! কোথা পাব—কোথায় আশ্রয় ? আরো আরো কত দুরে গিয়া ? কোথা সেই সুখের আলয় ? : কোথা সেই শাস্তির আশ্রয় ? কত দূরে ফেলে এন্থ সব এক দিন পথ হারাইয়া ? শত শত আশাস্কর্য্যশালী দিবসের মহারাজ্য হতে কবে সেই করেছি প্রয়াণ ! অসংখ্য রবির সেই কাসি, প্রজ্জ্বলন্ত রশ্মি রাশি রাশি, একে একে প্রায়ু সকলি নিৰ্ব্বাণ! সে যাত্রার এখনো রে তবু হোল না হোল না অবসান ! কতদিন— জানি না গো কত দিন তার পর গিয়াছে চলিয়,— মুখ শাস্তি কথা দুট শুধু এখনো জাগিছে মনে মনে, কবিতা ও গান । কেমন যে আছিল তাঁহারা : একেবারে গিয়াছি ভুলিয়া । মানুষের অ'খির উপর রবি শশি তারা তারপর না জানি উঠেছে কতবার, কতবার গিয়াছে নিভিয়া। না জানি কতেক ঋতুচয় আসিয়াছে গিয়াছে চলিয়া, জনম মরণ কত গেছে অনিত্য ধরার পর দিয়া। . বুঝি বা সে অগণ্য দিবস, ত না হলে অতীতের স্মৃতি একেবারে যায় কি মুছিয়া ! সকলেরি অাছে আছে সীমা, সকলেরি আছে আছে শেষ, কোথায় ফুরাবে তবে এই— যন্ত্রণার অন্তহীন দেশ! কত জ্যোতি গ্ৰহ উপগ্ৰহ লয়ে রবি নিজ সাথে সাথে, অসম আৰু পথে পথে বেড়াতেছে করি ছুটাছুটি! মহা দূরব্যাপী সে সোঁর বিমান আর এক মহান মহান আকাশে পড়িছে গিয় লুটি !