পাতা:কবিতা ও গান.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, গান ! sré * কোন স্থখ আজ পাওয়লে তুই, আমোদে হৃদয় হইল ভোর ? .* সব প্রেমে তুয়া সুখ উপজত,-- নেছারি মো হিয়া দহল লাজে, কিসিকে সোহাগে ছি ছি লো নদিয়া! শজত আজু এ মোহন সাজে ? . যোগিয়াবিভাস—একতাল । সজনিলে৷ w যমুনা পুলিনে নিশি পোহাইমু, না এল, না এল, না এল, কালা ! কবরী-কুমুম শুকাইল, হায়, শুকাল লে৷ তোর সাধের মীলা । ক্ষণেক চমকি উঠি নেহারিকু, ক্ষণেক থমকি বসিয়া কাদি ; কাটালু রীতিটা ঢেউ গণে গণে, পাষাগে হতাশ হিয়ারে বাধি । ওই যে ওই যে এল বুঝি খাম । মধুর বঁাশরা ইঞ্জিল ওই-- চমকি উঠিয়ে আবারধাইছ, হরম্বে পরাণ নাচিল, সই ! • হরষে উখলি যমুনা বহিল,