পাতা:কবিতা ও গান.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহান-কাওয়ালি। সুশীতল মহীরুহ স্থলীতল ছার তেয়াগি অনলকুণ্ডে ঝাপিতে যে চায় ; রমণীয় বেলাভূমি করি পরিহার উন্মত্ত সাগর মাঝে যেতে সাধ যার; # ছাড়ি সহিবে যে সমর-পীড়ন, য়াক সে এ বন ছাড়ি যথা তার মন । এমন সুখদ কানন-বাস, পশে না হেথায় শোকের শ্বাস ; হেথায় শাস্তি বিরাজমান, কলহের হেথ নাহিক স্থান— এ ছেড়ে কি বৈজয়স্তে কারো মন ধায় ! রামকেলি—আড়া । কে আছে রে অভাগিনী আমার মতন ! জানিনে কখন কিবা সোহাগ"যতন । জনম ঝুঁখিনী, হায়! আপনারি ভাবি যায় ছতে যাই, অমনিসে হয় আদর্শন। পরিমলে মাখামাখি একটি গোলাপ দেখি . • আপন ভুলিয়ে, আহ, মোহময় হরষে $8