পাতা:কবিতা ও গান.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وان: لا 钟丽1 কোমল কুসুমে চুমি চুমি যতনে, কম্পল্পি সঘনে লতিকাকায় ; সৌরভ চুরিয়া, প্রমোঙ্গে ঢলিয়, ক্যাম্বসে বহয়ত দখিণী বায়। . মুচকি মুচকি মৃদ্ধ হাস হাল বিধু ঢালত মধুময় জ্যোতিকরাশি, জোছনা-তরঙ্গে যমুনা রঙ্গে উথলত নাচত হরফে ভাসি। আওলো, সজনি, এ স্থখ স্বজনী নিকুঞ্জে আজু পোহীয়ব দোহে ; ৷ সব দুখ জাল পরাণ, বালা, । বিসরব তোহার প্রেমক মোহে! । সিন্ধু-ভৈরবী—আড়া | আমরি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামিনা, পূর্ণিম-জোছনা দিয়ে মার্জিত বদনখানি । দুলু ঢুলু আঁখিন্থটি আবেশে পড়িছে লুটি, স্বহমদ ঢল ঢল আধোফুটা কমলিনী । , নেহারি ও রূপ, হায়, আঁখি না ফিরিঙ্গে চাং, যত দেখি তত যেন নৰ্ব নব মনে গপি । অধরে মধুর হাস-তরুণ অরুণাভাল, অঙ্গর কি বিদ্যাধরী, কে রূপসী নাহি জানি । سبيم يسبب محيسيه،