পাতা:কবিতা ও গান.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । ›ዓዓ বিভাস—যৎ । পোছাইল বিভাবরী, উদিল নব তপন, উষার মোহন রাগে রাঙিল গগণ ; * তুমি, উঠ, উঠ, বাল, জাগ গো এখন ! বহিছে মৃদুল বায়, পাপিয়া প্রভাতি গায়, ফুল্লকুলসৌরভে আকুল ভুবন । শিশিরমুকুতা-পাতি চুমিছে রবির ভাতি, কমলিনী মেলে আঁথি পেয়ে সে চুম্বন ; তুমিও মেলে, গো বালা, কমল নয়ন । আলাইয়া—অাড়া । কি গভীর বেদনায় হৃদয় জ্বলিয়া যায় কথায় প্রকাশ তাহা করিব কেমনে ! বিষাদ যন্ত্রণ ব্যথা যতই গভীর হেথা, কথাও তেমনি ক্ষুদ্র তার পরিমাণে । বাসনাও নাহি আর খুলিতে লুকানো দ্বার, মৰ্ম্মের নিভৃতে থাক মৰ্ম্মের কাহিনী,— অশ্ৰুরুদ্ধ হোক প্রাণু-প্রকাশ সে অপমান ; আপন তরঙ্গবলে ফাটুক আপনি ।