পাতা:কবিতা ও গান.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলাইয়—"লক্ষী । বিরাগভরে অমন করে এখন আর যেওনা স’রে ! ভয় নাই আসিনিতো জালাতন করিবারে। এসেছি দিব না ব্যথা, তুলিব না কোন কথা, এসেছি দেখিতে শুধু নিতান্ত না থাকৃতে পেরে । নব অমুরাগ ভরে থাক তুমি মুখ-ঘোরে, অস্তিম বিদায় নিয়ে এখনি যাইব ফিরে। ৫ যেথায় আছ লেখায় থাক, আর কাছে যাব নাকো, একটি পলক শুধু দেখে নেব প্রাণ ভরে । w. সাহানা—আড়ি । সহসা হাসিল কেন আজি এ কানন ! • মাতিয়া বহিল কেন সুখদ পবন । ফুটিল মুদিত ফুল, কুহরিল পিককুল, যে কানন হয়েছিল নীরব শ্মশান— সেই সে শ্মশান আজি নূতন শোভায় সাজি সহসা মোহিল কেন হৃদয় পরাণ ! যে স্বথের চাদ, আহ, কতদিন থেকে ভীষণ মেঘের কোলে পড়েছিল ঢেকে,আজিকে লেই সে শশী মেঘমুক্ত হাৰ্লি হাসি ঢালিছে কি মধুময় জোছনা কিরণ ! ঘুচিল সকল মোহ, ঙ্কুিরিল প্রণয় স্নেহ, হাসিল চৌদিক আজ, হাসিল জীবন !