পাতা:কবিতা ও গান.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। 3 হোক কালের মরণ । বহু কামনার ফলে, বুঝি এ মুহূৰ্ত্ত, হায়! বহু সাধনার বলে, এখনি চলিয়ে যায়, , বহুদিন পরে আজি এ সত্য এখনি বুঝি আঁখিতে মিলেছে আঁখি ; হয়ে যায় ভুল ! একটি মুহূৰ্ত্ত মাঝে, ভিক্ষ কিছু নাহি আর, কালাকাল ডুবিয়াছে ; পেয়েছি যা চাহিবার ; মুক্ত সত্য এ মুহূৰ্ত্ত পরিপূর্ণ হৃদি মন কেমনে ধরিয়া রাখি ! তবুও ভিখারী! তাঙ্কুর গিয়েছে ছুটে, এ মুহূৰ্ত্ত চির তরে বাধন গিয়েছে টুটে, রহুক অনন্ত ভ’রে, আকাঙ্ক্ষার বাসনার বিন্দুতে হউক পূর্ণ গেছে হাহাকার ! জলধির বারি । আনন্দ প্লাবনে হিয়া বহু কামনার ফলে, * উঠিতেছে উথলিয়, বহু সাধনার বলে, তুমি আমি আমি তুমি, বহুদিন পরে যদি সবি একাকার ! আজি দরশন । নয়নে অরূপ-দীপ্তি ; ফেঁলিও না আঁখি পাত, মরমে চরম তৃপ্তি, দূর হোক আকুলত, অকুল সুখেতে তৰু মুহূৰ্ত্ত অমর হোক— অশাস্ত আকুল ! কালের মরণ।