পাতা:কবিতা ও গান.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান "ি "గ్రీ দেশ—কাওয়ালী । আমার সাধেরপুর্ণিমার চাঁদ ফুটলো বুঝি আকাশে ঐ ! জ্যোৎস্না হাসি চালছে রাশি, প্রাণে ফাশি দিলে যে সই!

  • সবাই হাসছে ও রূপ দেখে,

সবাই পাগল ও রূপ মেখে, হাসব বলে এসে শেষে—আমিই কেঁদে সারা হই । يصممعب محصن بمعسلمعصوصبي কীর্তনী সুর। সই লে। মকর গঙ্গাজল! সীত রাজার ধন মাণিক আমার, কোথায় আছিস বল! সর্ষেফুল হেরছি চোখে তর্সে রেখে ছল ৷ তুমি, ধনি, চাদবদনী জীবন মরণ কাটি, ক্ষেণেক তোমার আদর্শনে মরি লো দম ফাটি। তুমি আমার তালুক মুলুক, তুমি টাকার তোড়া, তুমি চেলি বারাণসী তুমি শালের জোড়া। ওলো আমার সাধের ধোক কহি চুপে চুপে, সদাই ভয় জাগে মনে তোমায় কে নেয় কখন লুপে। তুমি আমার পায়সান্ন, মিষ্টি, মেঠাই, ছানা ; শীতের তুমি দোলাইখানি, গরমির চিনিপান । বর্ষাকালের ভরসা তুমি তালপত্রের ছাতি, তোমায় পেলে হৃদয় ফর্সা, ওলো সকল ভাতির ভীতি ।