পাতা:কবিতা ও গান.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty

  • ांनं ।

তুমি বেদ আগম পুরাণ, তুমি তর্ক যুক্তি, তুমি আমার ভজন পূজন, সাত পুরুষের মুক্তি ! তুমি আমার যাগষজি সকল পুণ্যির ফল, সকল কৰ্ম্মের সিদ্ধি, ওলো, দাও চরণে স্থল । স্বৰ্গসুধা সঞ্চারিত তোমার প্রেমে, প্রিয়ে, পাপতাপের দমন তুমি মুড়ে খ্যাংরা নিয়ে! : হেসে হেসে কাছে এসে, ওলো, সকল ইঃখ ঘুচে, অধীন তোমার দাসামুদাস শ্ৰীচরণের ছুচে! উত্তর। কীর্তনী সুর। ও প্রাণ মকর গঙ্গাজল ! খুলীর খুলী মহাখুী সপত্নী-কোন্দল ! তুমি আমার ঘরকন্ন উনকুটি চৌষট্টি, ধান ভানাতে টেকি তুমি, মাছ বানাতে বঁটি। বেড়ির মুখে হাড়ি তুমি, তুমি খোস্ত হাত, মসলাপেষার শীলনোড়া, কলাই পেষার জাত । হাতিশালের হাতি তুমি, ঘোড়াশালের ঘোড়, তিন ভুবনে কোথার মেলে তোমার একষ্ট জোড়া ! গোশালেতে তুমি আমার বাধা কামধেনু, আর মন মজাতে তুমি, প্রভু, বংশীধারীর বেণু! ভাড়ারঘরের ভূরাভর্তি, শয়ন ঘরের বাতি, ভাগ্যিবলে কভু মেলে পদগম্বুজের লাথি !