গাম | ు বিপদকালে তুমি আমার মহাবীর হয়, দেখা দিয়ে বঁাচাও ছিয়ে আদর্শনে মন্ত্ৰ ! ও প্রাণ মকর গঙ্গাজল ! ঈরিষা তিরিষা বারণ, আর বারণ প্রেমানল ! ক্ষাচা চুলে দড়ি তুমি, পাকা ধানে মই, সাতলাভাঙ্গায় তুমি আমার মুড়ি মুড়কি খই! ব্যাঙ্গুনেতে লবণ তুমি, মাছের মুড়ে বোলে, মোচারঘণ্টে বড়ি তুমি, কাচা আম শোলে ! ভাপ দই তুমি সাফ, দুধের ক্ষীর চাচি, তোম নইলে কেমন ক’রে বল প্রাণে বাচি । টোপাকুলে সলপ তুমি, অরুচির রুচি! .তোমায় পেলে নিমেষেতে নয়নের জল মুছি। তুমি আমার— পান্তাভাতে বেগুণপোড়া, ফ্যানসাভাতে ঘি, কেমন করে বলব, বঁধু, তুমি আমার কি ! তুমি আমার জরি জরাও, তুমি পাক কোটা, সকল গুদ্ধির শুদ্ধি তুমি গোবর জলের ফোট । শীতের তুমি ওড়ন পাড়ন, গ্রীষ্মে জলের জালা, বসন্তে বাহার তুমি, বর্ষাকালে নালা ! এক মুখেতে করব তোমার গুণগান কত, অভিমানে সোহাগ তুমি, বেশ বিন্যাস যত । তুমি অঙ্গে অঙ্গরাগ, পানে দোক্ত চুন, তোমায়, এক দণ্ড মাছি পেলে একেবারে খুন!
পাতা:কবিতা ও গান.djvu/১৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।