পাতা:কবিতা ও গান.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণন । ८ेब्री—आँफू । স্বখের স্বপনে ছিন্তু কে ভাঙ্গলে ঘুমঘোর ! সে মধু মুরতি আহা কোথা মিশাইল তোর ! কোথায় পালালি, বালা, ফুরাল মুখের খেলা, ভাঙ্গিল সাধের স্বপ্ন, ভাঙ্গিল হৃদয় মোর ! ফিরে পুন স্বপ্লঘোরে, মোহের ছলনে, , ও রূপ দেখিতে পেলে কি চাহি, ললনে ! তাত হইবে না আর ! যে স্বপন একবার ফুরায়েছে, তারে হৃদে পাব আর কেমন্ধে ! আবার পাব কি ফিরে কল্পনার সে সখিরে ! মধুর ভাবের খেলা ফুরালো নিমেষে । স্মৃতি মুখবিন্দু আর নিরাশার অশ্রদ্ধার, বহিল সম্বলমাত্র স্বপনের শেষে ! ভৈরবী—অাড়া । এখনো এখনো প্রাণ সে নামে শিহরে কেন । এখনো হেরিলে তারে কেনরে উথলে সম ! উপেক্ষ ভ্ৰকুটিরাশি ক্টেরি সে ঘৃণার হাসি, তবুও ভুলিতে তারে নারিন্থ কেন এখনো! চোখের দেখা দেখতে গেলে তাও দেখা নাহি মেলে, বিরক্তি তাচ্ছল্যভরে সে করে যে পলায়ন । §