পাতা:কবিতা ও গান.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । * at তাই থাকি দুরে দূরে, ভাসি মৰ্ম্মভেদী নীরে, মুহূর্তেও দেখা পেলে স্বর্গ হাতে পাই যেন । জলে প্রাণ যাতনায়, জলুক কি ক্ষতি তায়, সে আমার সুখে থাক নাছি সাধ অল্প কোন । § • ভূপালি—কাওয়ালি । আর না আর না, সখি, ও কথা বলেনি। আর ! অভাগিনী এ দুখিনী ফিরিবে না কূলে সে— ভেসেছে আঁধার সাগরে নিরাশা করিয়ে সার । হাসে না এ হৃদি সুখে, কঁাদেনাক কোন দুঃখে, যালো, সখি, ফিরে যা, মিছে ডাকা বার বার !

জয়জয়স্তি—কাওয়ালি । নিঠুর নয়নে কেন চাহ বার বার,— কেন গো এখনো, সখা, সেই তীব্র তিরস্কার ! এত যে নয়নজল, ষ্ট্ৰিীয়ে চরণতল, ঢালিয়—হোলনা তৰু করুণা সঞ্চার ? তব প্রেম-ভিখারিণী নহে ত’ গো এ দুখিনী, অভাগী ভিখারী শুধু একটু দয়ার ! >br