পাতা:কবিতা ও গান.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । ভাল যদি নাই বাস তবুও একটু হাস, আদর করিয়া কথা কহ একবার ! অধিক করি না আশা, চাহিনী ত’ ভালবাসা, একটু দয়ার ভিক্ষা–তাও অহঙ্কার ? সরফর্দা—আড়ি । । জলিল কেন এ হৃদে ফুরন্ত অনল । কেন এ নয়নে আজি উথলিত অশ্রুজল ! ভেবেছিনু অশ্রদ্ধার কভু না বহিবে আর, হৃদয় হয়েছে ভস্মৃ, শুষ্ক এ মরমতল ! , কঠিন বজের সম বেধেছিনু হৃদি মম, সহস্র আঘাতে তাহ ছিল ত অটল ! জানিনে তবে রে কেন পাষাণ সে হৃদি হেন—— কোমল পরশে এত হইল বিহবল ৷ সিন্ধুভৈরবী—কাওয়ালি । মরমের সাধ, সখি, মইমে লুকায়ে রাখি, দূরে থেকে শুনে থাকিলে কেমন আছে লো ! বিজনে বেদন সই, ভয়ে ভয়ে কথা কই, • আমার কথার আঁচ লাগে তারে পাছে লে