পাতা:কবিতা ও গান.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশসিন্ধু—কাওয়ালি । সে প্রেম সে ড়ালবাসা গেছে সব ঘুচে, এ ছবি হৃদয় হতে ফেলিয়াছ মুছে ! " তবু, সখা, রথ এই নিদর্শন টুক — মনে যদি পড়ে কভু পুরাণ সে সুখ-- ক্ষতি নাই তাহে কিছু, নাহি তাহে ব্যথা ; পুরাতন স্থতি শুধু, নাহি মাকুলতা! ভৈরবী—বীপতাল । বিদায় প্ৰাণেশ ! চিরদিন কাদিয়াছি আজ অশ্রু শেষ । হুখের মিলন গেছে চির কাল, চির দিন, চেয়ে শুধু মুখ পানে এ নয়ন জ্যোতিহীন ; } হৃদয় আকুল অতি বহিয়ে নিরাশ ব্যki; আজিকে বিদায়, সই, আজ এই শেষ কথা ! t