পাতা:কবিতা ও গান.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રૂર જ ” কবিতা । মহাযান্ডু। পথে যেতে দেখা শুনী দুট দিন, দুট দিন শুধু ! তারি মাঝে ঢেলে গেল যত তীব্র হলাহল— যত কিছু স্বধ মধু ! শুধু জুট দিন হায় ! o শুধু ছুট বিন্দু মুহূর্ত ! তারো চেয়ে কম আরোসহেন পলক ভরও, অণু হতে পরমাণু যেন— তারি মাঝে সে স্বপন স্ফূর্ত ! তারি মাঝে প্রভাত বিমল, মেঘান্ধ রজনী তারি মাঝে, তারি মাঝে বজ্রের নিৰ্ঘোষ, তারি মাঝে চির বঁশি বাজে ;