পাতা:কবিতা ও গান.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা । - , ༤༢༠ লিখিতেছি দিন রাত। ( > ) কত গান কত ছন্দে, কত গল্প কত বন্ধে, 3. লিখিতেছি দিন রাত ; তবুও পূরাতে নারি, এ বৃহৎ মহাভারী o, জীবন-পুথির পাত ! • কি লিখি ফিরে না চাই, পড়িতে সময় নাই, শ্রান্ত আঁখি শ্রান্ত হাত ! তবুও পোরে না পাত ! লিখি অীর করি মনে, এ প্রবন্ধ সমাপনে কিছু না রহিবে বাদ ; প্রতিবার ভুল ছুটে, তবু না বিশ্বাস টুটে, বিষম এ পরমাদ ! একি ছল আত্মসাথ ! - (*) ' কোন দিন বড় শ্রাস্ত লেখনী করিয়া ক্ষান্ত , যদি মুহূর্তের লাগি— খুলিয়া পুস্তকখানি পড়িতে আপন বাণী ইচ্ছা মনে উঠে জাগি,