পাতা:কবিতা ও গান.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४* নব বলে হব পুর ; এই আশা মনে নিয়া পাত মই উলটয়া হায়! কোথা মুখ হাসি ! মুছিয়া গেছে যে সব, শুধু সত্ৰ হাহ রু, নয়নে উঠিছে ভাসি ! (9) 象 (环 পাতা ছিড়িতে চাই, তাহতে শকতি নাই, 천 এমনি তা মহা শক্ত ! ছিড়ে যদি যায় হাত, তবুও ছেড়েনা পাত, • শুধু ত্যক্ত বিরক্ত। আরাম বিশ্রাম, হায়, মুহুর্তে ফুরায়ে যায়, 3. পড়া শুনা পরিহরি— আবার নূতন করে হাসিভরা মুঅক্ষরে লিখিতে আরম্ভ করি। দিন রাত মিছে শ্রম, শ্রান্তি ক্লাস্তি আর ভ্রম, আপনাতে এ সম্পাৎ : . কি জানি অপল পরে কোন ছত্র ইথে পণ্ঠে, , তাছে খ্যাতি বা অথ্যাৎ ।