পাতা:কবিতা ও গান.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গান।
২২৫
বাউলের সুর।

তোমার আপনার জনা আপন হোলনা!
মন রে!দিবানিশি কাঁদ তুমি,একি জল্পনা!
তোমার কেহ নাই ভবে,ভাই আপনার সবে;
বিশ্বজোড়া গৃহ তোমার,কিসের ভাবনা?
রবি শশী তারা সদাই ঢালে স্নেহধারা,
ফুলরাশি হাসি করে হর্ষ সাধনা;
পাখী গান গায়,বহে মৃদু বায়,
নদীগিরি দুনিয়াদারী করে অর্চনা;
তোমার কিসের ভাবনা?
যত ছোট মেয়ে ছেলে তোমারে পেলে—
কোলে পিঠে ঝাঁপিয়ে পড়ে খেলা ধূলা ফেলে;
দূরে কাছে যেথা যাও ভাই ভগিনী কত পাও,
কাছে আসে,ভালবাসে,করে বন্দনা।
তোমার সবাই সখি সখা,তবু ভাব একা,
কেন এমন বিড়ম্বনা?
এ যে খেলার পুতুলঘর!হেথা কে আপন কে পর!
হেথা যে ক্ষণতরে স্নেহ করে সেওত’ আপনা—
তোমার কিসের ভাবনা!