পাতা:কবিতা ও গান.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গান৷
২২৭

দেশসিন্ধু—আড়া।


ধরণি গো!
মানব জনম যদি লভিনু,মা,এই ভবে,
দিলে যদি সন্তানের শ্রেষ্ঠ অধিকার দান—
কেন হেন দীন হীন অযোগ্য করিলে তবে?
এমনি দুর্ভাগ্য যদি কেন তবে নিরবধি
জলে হেন দুরাকাঙ্ক্ষা দাবানল দবদবে?
তোমারি সন্তান অন্য শৌর্য্যে বীর্য্যে মহাধন্য,
মোদের জনম কি,মা,তার পদাঘাত জন্য?
দানবের শক্তি তার, বিদ্যাবুদ্ধি দেবতার,
ইন্দ্র চন্দ্র বরুণাগ্নি তার যত দাস সৈন্য!
আমি ত তাহারি ভাই আমার কিছুই নাই,
হৃদয় দহিতে থাকে যন্ত্রণায় লাজে ক্ষোভে!
নিষ্ফল বাসনা বুকে কাঁদি আমি নতমুখে,
অপমানি স্ফীত সুখে চলে,মা,সে অট্টরবে।
এ কেমন অবিচার,মা হয়ে গো মা তোমার!
পাতালে নামাও একে,অপরে উঠাও নভে!
মানবের সমগর্ব্ব দিয়ে কর হেন খর্ব্ব—
তোমারেই অভিশাপি তোমাতে জনম ল’ভে!