পাতা:কবিতা ও গান.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা।
২২৯

তবু তারা হাসে।

তবু তার হাসে!
মা গো!ম্লান তব চন্দ্রানন,  অশ্রুপূর্ণ দুনয়ন,
ব্যথিত সুতনু লৌহপাশে—
    তবু তারা হাসে!
তবু তারা খেলে—
তুমি ক্ষুধা তৃষ্ণাতুর,  গৃহ ধনধান্য পূর,
অন্নজল তবু মাহি মেলে—
    তবু তারা খেলে!
কেন তবে মরে না তাহারা?
এ হাসি এ খেলাধূলা  শুধু যে জলন্ত চূলা—
দেখিতে সুন্দর শুভ্র বালুকা সাহারা!
    কেন মরেনা তাহারা!
এস,ভাই,ম’রে তবে বাঁচি!
ধর্ম্মহীন কর্ম্মহীন,  হেয় পদানত দীন;
বাঁচিয়া যে মরিয়াই আছি—
    এস,ভাই,ম'রে তবে বাঁচি
আয়,ভাই,আয় তবে আজি—
সাধিতে মায়ের কাজ, মুহূর্ত্ত না করি ব্যাজ,
এক সূত্রে মরিবারে সাজি—
    আয় তবে আয় সবে আজি