পাতা:কবিতা ও গান.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 কবিতা ও গান। প্রবাসীর মত এসে আকুল যাবার তরে ! সরল কাননবালা, - কেমনে সহিবে জ্বালা, সব দুঃখ ভুলে গেছে সে যেরে নেহারি তোরে । বসন্তের নব আশা তাহার শীতের প্রাণে, জাগিয়া উঠেছে যেরে তোর কুহু কুহু তানে ; হায় সে বসন্ত হ’রে সে আনন্দ স্নান ক’রে কেমনে চলিয়া যাবি কে নিষ্ঠুর তোর হেনে ? ভাল বেসেছিল তুই একদিন যারে, এবে ফুলহীন বলে কেমনে যাইবি চলে, ভাসাইবি নিরাশায় কেমনে তাহারে! পাখিটিরে, এলি যদি পথ ভুলে, গারে গ৷ হৃদয় খুলে, মরমের সাধ খানি পুরুক তাহার। কননের ফুল্লহাসি, করিসনে যেন বাসি, ফুটেছে শীতের প্রাণে বসন্ত বাহার ; ঘুম ভেঙ্গেছে আমার, ভুল ভেঙ্গেছে আমার !