পাতা:কবিতা ও গান.djvu/২৪১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গান।
২৩১

অপুর্ব্ব সুন্দর সবি,পুরাণ গৌরবছবি
অভিনব রূপে,মা গো,বিভাসিত এ নয়নে!
তব কুসন্তান যত অন্যায় অধর্ম্ম রত—
এনেছে দুর্ভাগ্য যারা হীন স্বার্থ-আচরণে;
নাশিতে তাদের কর্ম্ম লইয়া মহান ধর্ম্ম
শোভিছে তোমার অঙ্কে দেবাত্মা মহাত্মাগণে।
যুধিষ্ঠির ভীষ্ম রাম—কেবল নূতন নাম!
নবযুগ অভিরাম সত্য কলি সম্মিলনে।
বশিষ্ঠ ভাস্কর আর্য্য করিছে বিস্ময় কার্য্য,
বিতরিছে মহাজ্ঞান ব্রাহ্মণ ও অব্রাহ্মণে।
মহত্বে নাহিক ছেদ, শূদ্রনারী গাহে বেদ,
মানুষের অধিকার বর্ত্তিত মানুষ সনে।
সাবিত্রী জানকী সতী, খনা লীলা দুর্গাবতী—
জ্বালিছে নূতন জ্যোতি তোমার এ নিকেতনে।
শচী লক্ষ্মী সরস্বতী নারীরূপে মূর্ত্তিমতী—
গাহিছে বিশ্বের স্তুতি বসি ফুল্ল উপবনে।
নারদ বাল্মীকি ব্যাস,কলকণ্ঠ কালিদাস—
সমচ্ছন্দে পাশে বন্দে সৌন্দর্য্য বিমুগ্ধ মনে।
চাহি ও মলিন মুখে,ডাকিয়া বিদীর্ণ বুকে,
পাই,মা,তাঁহার সাড়া এ মঙ্গল সুস্বপনে!
যদিও মহিমা তব হেরিতে আমি না রব,
সত্য ইহা স্বপ্নরূপে তোমার কুমারী ভণে।