পাতা:কবিতা ও গান.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিশ্রবিভাস-যৎ।

তুমি স্বয়ম্ভু সুন্দর,ভূমা ভয়ঙ্কর,
ওঁ পরাৎপর নমস্তে!
তুমি ত্রিলোক কারণ,ত্রিলোক-পালন,
ত্রিলোক-তারণ নমস্তে!
তুমি কালাকাল গতি,চরাচর স্থিতি,
সত্যশুদ্ধমতি নমস্তে!
তুমি করুণানিদান,মঙ্গলবিধান,
পূর্ণ প্রেমজ্ঞান নমস্তে!

প্রভাতী—একতালা।


মধুর প্রভাতে মধুর রবি,
মধু রূপময়ী ধরণীছবি,
মধুর মিলনে আলোকিত সবি,
দশদিকে প্রেমপুলক বয়!