পাতা:কবিতা ও গান.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৮
ধর্ম্ম-সঙ্গীত।

কিছুতে মেলেনা শান্তি, বাসনার বাড়ে ভ্রান্তি,
অতৃপ্তির মরীচিকা,মোহ সর্ব্বনাশা!
বুঝিগো প্রেমের সিন্ধু হৃদি তোমারেই চাহে,
বুঝিয়া বুঝিতে নারি ডুবিয়া অজ্ঞান মোহে।
এস,নাথ,এস প্রাণে,আত্মার মিলন দানে
পূর্ণ কর এ অভাব এ অনন্ত তৃষা!


বেলাওল—কাওয়ালি।


দোষ করেছিনু, সখা, ব্যথেছিল তব প্রাণ—
হাসি মুখ দেখ্তে গিয়ে হেরিনু আনন ম্লান!
তাই ফেলি নিজ পুরে চলিয়ে এসেছি দূরে,
না বুঝে তোমার পরে করে,সখা,অভিযান!
এখন পরাণ কাঁদে হিয়া না ধৈরয বাঁধে,
কেমনে রয়েছ স্থির শুনি এ আকুল গান?
এস প্রেমময় সখা! তৃষিতে দাও হে দেখা,
ক্ষমার ভিখারী,জনে কর হে প্রসাদ দান!