পাতা:কবিতা ও গান.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। ళ আশীৰ্বাদ। - مستعب*******بیســ (?) বtছ, যতনে সোহাগে হৃদিমাঝে খর মুখ স্নিগ্ধ অতি ভায় মুখেত রেখেছ চিরদিন ; অশ্র-ধোয় বিষাদ-কোমল। দুঃখ সে যে নিরাশ্রয় অতি, স্বথ সে যে শুধু মুখটুকু, আতুর মল্লিন দীন হীন! তাহা ছাড়া নহে কিছু আর ; কেহ তারে চাহে না যে, বাছ, দুঃখ বটে দুখের পরশ, দিও তারে একটুকু স্থান ; তবু সে রতন মণি সার। উজল সুখের মাঝে মাঝে সে গরল পান করি উঠে হেরি যেন মলিন বয়ান। পরাণ সুধায় যায় ভরে, হাসি ত, রয়েছে সারাদিন, অনন্ত ব্ৰহ্মাও জেগে ওঠে যেন, বাছ, তার সাথে সাথে— ক্ষুদ্র এই নয়নের পরে। বিমল দুখের অশ্ৰুজল মুখ শুধু মানুষের ধন, নেহারি ও নয়নের পাতে! দুঃখ করে দেব নিরমাণ ; মধু তোর প্রফুল্ল মুখানি! তবু ত চাহেনা কেহ তারে, স্বমধুর আরো অশ্রজল; , দিও বাছ, একটুকু স্থান!