পাতা:কবিতা ও গান.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। বঙ্গের বিধবা । কে তুমি ধরায়, সতি, পবিত্রত মূৰ্ত্তিমতী, শুভ্র সুবিমল যেন প্রভাতের ফুল ? নাহি সাজ সজ্জা কোন, মণি রত্ন আভরণ ; আপন রূপেতে তবু আপনি অতুল । সংসার কঠোর ঘেীর, ভেঙ্গেছে আশ্রয় তোর, ছিন্ন বৃন্তে বিকশিত সৌন্দৰ্য্য-তরুণা ; স্নান ধরাতলে বাস, অধরে অটুট হাস, হৃদয়ে লুকান অশ্র, নয়নে করুণা। আপনার নাই কেহ, বিশ্ব তাই নিজ গেহ, পরকে আনন্দ দানে তোমার মহিমা ; যে যায় দলিত ক’রে তব বাস তারে তরে, বঙ্গের বিধবা তুমি স্বর্গের গরিমা ! 鸿