পাতা:কবিতা ও গান.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। ૨૭ স্রোত। স্রোত হাসে খেলে, মধুর বহে ধায় ; আপন ভাবে ভোর কারে না ফিরে চায়। কে দেখে মুগ্ধ আঁখে, কে র্কাদে বসে তীরে ? কে তীরে ভাল বেসে পরাণ সঁপে নীরে ! সে কি তা দেখে চেয়ে জানিতে সে কি পায় ! সে শুধু হেসে খেলে আপনি বহে যায় ! সে জানে সংসারে সে শুধু নিজে আছে, সাধের ঢেউগুলি রয়েছে হিয়া কাছে । উছলে যৌবন সমীরে দিবানিশি, ঢালিছে মুখছটা তারকা রবি শশী । প্রমোদে উথলিত স্বপনে ঢল ঢল, সে কি গো দেথে চেয়ে দুঃখের অখি-জল ! কে তার পায়ে বাপে, কে মরে উপেখায়, জানিতে পারে সে কি ? শুধু, ভাসিয়ে নিয়ে যায়! পাষাণ উপকূলে আছাড়ি ফেলে শেষে, যে যায়সে যায় শুধু, স্রোত সে বহে হেসে ! مبس سسمصبسسہ:مساسبسسسساس